বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :‘‘ মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৭ জুন) বেলা ১১ টায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিমেল খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন শফিক আলেয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, জুটন বনিক, রুবেল আহামেদ প্রমুখ।
ডাঃ হিমেল খান জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ থেকে ১৩ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে শিশুদের পুষ্টির উপরে চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু ও প্রবীণদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনাসভা, শিশুদের মাঝে খাবার বিতরণ, বৃদ্ধ বয়সিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও মা সমাবেশসহ সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতা চালানো হবে।
কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/দুপুর ২:১৫