খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : হাসপাতাল থেকে পিতার লাশ আনতে যাওয়ার পথে সড়ক দর্ঘটনায় পুত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে শরীয়তপুর-নড়িয়া সড়কের চান্দনি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পিতার লাশ আনতে গিয়ে পুত্র নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও নড়িয়া থানা সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি গ্রামের সোলায়মান হোসেন সরদার (৩০) এর বাবা সোহরাব সরদার (৮০) আজ সোমবার দুপুরে বার্ধক্যজনিত কারনে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তিরত অবস্থায় মৃত্যুবরণ করে।
বাবার মৃত্যুর খবর পেয়ে ছেলে সোলায়মান হাসপাতালে যাওয়ার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষমান অবস্থায় পিছন থেকে দ্রুত গতির একটি মোটর সাইকেল ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিতার লাশ আনতে গিয়ে পুত্র নিহত হওয়ার এ ঘটনায় আত্মীয়-স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ হাসপাতালে এসে মরদেহের ময়না তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা করে। ঘাতক মোটর সাইকেল চালক সৌরভ দেবনাথ (২৫) কে পুলিশ আটক করে নড়িয়া থানা হেফাজতে নিয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, ঘাতক মোটর সাইকেল চালকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবার অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৩,/রাত ৮:৪৩