স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে দুই নতুন মুখের সুযোগ হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দারুন পারফরমের পুরষ্কার পেয়েছেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। এছাড়া দল থেকে বাদ পরেছেন রেজাউর রহমান রাজা, সাদমান হোসেন। দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান। ইনজুরির কারনে দলে না থাকায় সাকিব আল হাসানের বদলে নেতৃত্ব দিবেন লিটন দাস।
নতুন দজনকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। ‘এ’ দলের খেলায়ও যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী ওরা দুজনই সুযোগ পেলে ভালো করবে।’ দিপু নতুন হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ভাল করার যোগ্য মনে করেন নান্নু, ‘ ও তো আমাদের এইচপির খেলোয়াড়। এ টিমে ভালো করছে, ওর কাছে তো আমাদের ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা আছে, দুটা সেঞ্চুরি করা না!’
এদিকে শেষ ইনিংসে শতক হাঁকিয়ে টেস্টের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন জয়। তাই নান্নু আশা রাখছেন জয়ের ওপর, ‘ও মাঝে কিছুদিন ভালো করেনি। তবে এখন রান করছে। সর্বশেষ ইনিংসে একটা সেঞ্চুরি আছে। আর আন্তর্জাতিক ক্রিকেট সে আগেও খেলেছে। আশা করি এবার সে আগের ধারায় ফিরবে।’এছারা নতুন নেতৃত্ব পাওয়া লিটনকে নিয়েও ভাল কিছুর আশা করছেন প্রধান নির্বাচক। দেশের ১২ তম টেস্ট অধিনায়ককে নিয়ে নান্নু বলেন, ‘টেস্টে অধিনায়কত্ব করা বিরাট ব্যাপার, বিরাট সম্মানের একটা জায়গা। এই জায়গা থেকে আমি মনে করি লিটন টিমকে সামনে থেকে নেতৃত্ব দেবে।’
আগামী ১৪ জুন মিরপুরে হবে একমাত্র টেস্ট। বাংলাদেশের ১৫ সদস্যের টেস্ট দল লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।
কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩১