বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বাজেটে বিদেশি নির্ভরতা কমেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। তিনি বলেন, ‘আগে ৮০ টাকা বিদেশিদের আর ২০ টাকা বাংলাদেশের ছিলো। আর এবার ৮৩ টাকা বাংলাদেশিদের ও বাকি ১৭ টাকা বিদেশিদের।’শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে ষড়যন্ত্র থেমে নেই। সবাই মিলে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।’মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন কারো কারো ভালো লাগছে না। বিশেষ করে বিএনপির সাহেবদের। বিএনপি চোখ থাকতেই অন্ধ। তাদের সঙ্গে এখন আরো কেউ যোগ দিয়েছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সেলিম ভুইয়া, যুগ্ন-আহবায়ক মনির হোসেন বাবুল , উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, আখাউড়া থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোয়াব মিয়া, সাধারন সম্পাদক নাসিম ভুইয়া, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,এ, মতিন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগেরসকল নেতাকর্মী, উপজেলা যুবলীগের সকল নেতাকর্মী, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, উপজেলার সকল ওয়ার্ডের নেতা কর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/সন্ধ্যা ৭:৩৭