এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আপন চাচাত ভাইয়ের ধর্ষণের স্বীকার হয়েছে এক মাদ্রাসা ছাত্রী (১৪)। বর্তমানে সে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন ভিকটিমের পরিবার। এ ঘটনায় ঐ মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (১ জুন) চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষক নাজমুল তরফদার (২৫) কে গ্রেফতার করেছেন পিবিআই যশোর।
থানা সূত্রে জানা যায়, চৌগাছা থানাধীন একটি দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণী ছাত্রী আপন চাচাত ভাইয়ের ধর্ষণের স্বীকার হয়েছে। ভিকটিমের মা জেসমিন আক্তার একজন গার্মেন্টস কর্মী। চাকুরীর সুবাদে তিনি ঢাকায় থাকেন এবং পিতা বিদেশ থাকেন। ভিকটিমের পিতা মাতা বাড়িতে না থাকায় আসামী ভিকটিমকে ২০২২ সালের ২০ আগষ্ট বসতবাড়িতে গিয়ে ঐ ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। এরপর হতে আসামী ২০২৩ সালের ৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে ঐ ছাত্রীকে একাধিকবার ধষর্ণ করে। পরবর্তীতে সে তার মাকে শারীরিক অসুস্থতার কথা জানায়। তার মা ভিকটিমকে হাসপাতালে নেওয়ার পরে জানতে পারেন সে ৭ (সাত) মাসের অন্তঃসত্ত্বা।
ছাত্রীর মা ঘটনাটি পিবিআই যশোর অফিসে জানান। যশোর পুলিশ সুপার ছাত্রীর মাকে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শদেন। বৃহস্পতিবার (১জুন) মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে নাজমুল তরফদার (২৫) কে আসামী করে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং মামলা নং-০১ ,তারিখ-০১/০৬/২০২৩। ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী/০৩) এর ৯ (১)।
বৃহস্পতিবার (১জুন) রাত সাড়ে তিনটায় পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্ত্বে এসআই (নিঃ) সঞ্জয় বিশ্বাস, সঙ্গীয় এসআই রেজোয়ান, এসআই রতন মিয়াসহ যশোর জেলার চৌকস দল অভিযান চালিয়ে আসামী নাজমুল তরফদার (২৫) কে তার বাড়ি হতে গ্রেফতার করেন। আটক নাজমুল উপজেলার পাশাপোল গ্রামের ইমামুল হকের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, পিবিআই এসআই (নিঃ) সঞ্জয় বিশ্বাস বলেন, অবন্তিকা রায়, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যশোর আদালতে সোপর্দ করা হলে আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ভিকটিমকে মারাত্মক অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/রাত ৯:৪০