এম.এ. রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আত্মহত্যাচেষ্টার ছয়দিন পর আলেয়া খাতুন (১৯) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। সে চারমাসের গর্ভবতী ছিলো বলে দাবি করেছে পরিবার। আলেয়া চৌগাছা পৌর শহরের ৯নম্বর ওয়ার্ডের হুদোপাড়ার শিপন আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলেয়ার স্বামীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই গোলোযোগ হতো। তারই প্রেক্ষিতে গত ২৫ মে রাতে নিজের শয়নকক্ষে পরিবারের সদস্যদের অগচোরে আগাছানাশক (ঘাসপুড়া) বিষপান করে। শাশুড়ি প্রথমে বিষয়টি বুঝতে পেরে ডাক চিৎকার দিলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়া হয়।
সেখানেকর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে রেফার করেন। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর ২৬ মে তার অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। তার স্বজনরা তাকে ঢাকায় না নিয়ে বাবার বাড়ি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের নওদাপাড়া গ্রামে নিয়ে যান। সেখানে সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/রাত ১১:৩২