মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র দুই বন্ধু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বিলজানি ফুলবাড়ি নামক স্থানে পদ্মা-গড়াই নামে যাত্রীবাহী বাসের চাপায় তারা নিহত হয়। নিহত পারভেজ হোসেন (১৮) চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে এবং মুছা শেখ (১৮) জগন্নাথপুরের ইছাহক আলীর ছেলে। নিহতরা দু’জনই শসমপুর আবু তালেব ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শাহাবুদ্দিন জানান, পারভেজ তার বন্ধু মুছাকে নিয়ে মোটরসাইকেল যোগে খোকসা শিমুলিয়ার ইউটিউব ভিলেজে বেড়াতে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে রাজবাড়ী গামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের পরিচয় শনাক্ত করেন। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন তারা। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খোকসা থানার ওসি মোস্তফা হাবিুল্লাহ জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বিলজানি ফুলবাড়ি নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দু’জন কলেজ ছাত্র নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:২৪