নিজস্ব প্রতিবেদক : রাজশাহী চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়াড় গ্রামে মোঃ আব্দুর রহিম-৮২ নামে এক শারীরিক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ওই প্রতিবন্ধীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারঘাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই প্রতিবন্ধী মোঃ আব্দুর রহিম বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন।
চারঘাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়ের করা অভিযোগে ওই প্রতিবন্ধী জানান, আমি একজন প্রতিবন্দী মানুষ আমার পৈতৃক সম্পত্তি যার- মৌজা বালাদিয়াড় Rs- খতিয়ান নং-১২৯০, দাগ নং-৪৪৩ সর্বমোট জমির পরিমাণ- ৯১শং এই ৯১শং জমির মধ্যে ওয়ারিশান সূত্রে আমি সাড়ে ৫ শতাংশের অংশীদার সেই সূত্রে আমি সাড়ে ৫ শতাংশ জমির খাজনা দিয়েছি, আমি একজন অসহায় হতদরিদ্র মানুষ, আমার মাথা গোঁজার ঠাঁই বলতে গেলে এই সাড়ে ৫ শতাংশ জমি, আমার জায়গায় আমাকে বাড়ি ও দখল করতে দিচ্ছে না। এলাকার প্রভাবশালী ব্যক্তি পিতা- মৃত আরসাদ আলী (উকিল) এর ছেলে মোঃ আব্দুল মতিন-৫৬,
অভিযোগকারী আব্দুর রহিম বলেন, আব্দুল মতিন-৫৬, আমাকে বলে তুই যদি এই জমিতে বাড়ি করার চেষ্টা করিস তাহলে তোর করব হবে এই জমিতে, তোর পাশে দাঁড়াবে এমন কে আছে এই গ্রামে আমরা যা বলি তাই হয় তুই যদি বেশি
বাড়াবাড়ি করিস তাহলে তোকে আর তোর বউ ঐ বুনের বেড়াদিয়ে ঘেরা বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো,তিনি আরও বলেন,আব্দুল মতিন-৫৬ একটি ভুয়া দলিল তৈরি করে পুরো-৯১ শতাংশ জমিটি তাঁর নিজের দাবি করে জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করছে।অভিযুক্ত আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এই পুরো ৯১শতাংশ জমি আমাদের আব্দুল রহিমের এখানে কোনো জমি নেই বলে জানান তিনি।