মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া সদরের বোয়ালদহ কান্তিনগর ভুতপাড়া গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ওমর আলী (৬৫) ও মিরাজ হোসেন (৪৫) নামে ২জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৮জন। আহতদের মধ্যে আনজুমান আরা খাতুন, কারিবুল ইসলাম, বাবুল হোসেন, আব্দুল মান্নান ও শহিদ হোসেনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে হরিপুর ইউনিয়নের বোয়ালদহ কান্তিনগর ভুতপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৭জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়ালদহ কান্তিনগর ভুতপাড়া মোড়ে স্থানীয় নান্নু মিয়ার ছেলে আরিফের চা দোকানে নিয়মিত অনলাইন জুয়া খেলা হয়। সেখানে উঠতি বয়সী ছেলেরাও জুয়া খেলায় মেতে উঠে। সংঘর্ষে নিহত ওমর আলী ও মিরাজের ছেলে ওই চা দোকানে জুয়া খেলে মোটা অংকের টাকা হেরে যায়। পরে তারা আরিফের চা দোকানে গিয়ে তার ওপর চড়াও হয়। এতে উভয়ের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে বাঁধে। সংঘর্ষে মাথায় লাঠির আঘাতে ওমর আলী এবং মিরাজ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহতসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওমর আলী ও মিরাজ হোসেনকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় আরও অন্তত ৮জন আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে জিন্না গাইনী (৬০), কালু (২৪), হাসিবুল (২২), বাবু (৩০), সবুজ (২৬), চান্নু (২৭) ও রাজিব (৩০) কে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ৭জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/দুপুর ২:২৫