তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে রবিবার এক বনাঢ্য রেলি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির।
এ সময় জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা নির্বাচন অফিসার জাহেদুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, আর.এম.ও ডাক্তার নাসির হায়াত চৌধুরী প্রমূখ।
কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৩,/রাত ৮:২১