আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ১৫ মে বিশ্ব মা দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় আয়োজিত সোমবার (১৫ মে) সকাল ১১টায় পরিষদ চত্ত্বর হতে র্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী’র সঞ্চালানায় অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জব্বার, নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মােস্তফা, সহিদার রহমান মানিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল হক চৌধুরী, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন নবী, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধিজন ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৩,/রাত ৮:১৫