মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষে জয়পুরহাটে “টেকশই আখ চাষের কলাকৌশল” বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত হয়েছে।জয়পুরহাট সুগার মিলস্ লিঃ এর আয়োজনে রবিবার সকালে পাচবিবি উপজেলার ধরঞ্জী মাঠে এ খামার দিবস অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যদেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন সদর দপ্তরের চেয়ারম্যান আরিফুর রহমান অপু, বাংলাদেশ সুগারকেইন ম্যানেজমেন্ট এক্সপার্ট কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা কামাল, মহিমাগঞ্জ চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা জাহান, জয়পুরহাট চিনি কলের জি এম (কৃষি) তারেক ফরহাদ, জিএম (অর্থ) সেলিম মিয়া, জিএম (কারখানা) পুলক কুমার সরকার, আখ চাষী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার।অনুষ্ঠানে বক্তারা আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনে কৃষকদের মাঠ পর্যায়ে কিভাবে আখ চাষ করতে হবে সে বিষয়ে বিভিন্ন দিকনির্দশনা মূলক বক্তব্য দেন।
কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:১৭