মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পৌর যুব সংঘের উদ্যোগে শতাধিক দুস্থ্য, প্রতিবন্দী ও আসহায় ছিন্নমূল মানুষদের নিয়ে ঈদ পরবর্তী নৈশভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে শহরের বন্ধু মিঠাই চাইনিজ রেষ্টুরেন্টে এসব শতাধিক দুস্থ্য, প্রতিবন্দী ও আসহায় ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করে সংগঠনটি।
এ সময় জয়পুরহাট জেলা প্রেক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, পৌর যুব সংঘের আহবায়ক বজলুর রহমান সাগর, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব হুমায়ন কবির, সদস্য দেলোয়ার হোসেন, লিটন, মুন্না, সাগর সহ স্থানীয় সুশীল সমাজের ও যুব সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০৮