এসএ বাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে তৃতীয় লিঙ্গ ও পিছিয়ে পরা নাগরিকদের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কুড়িগ্রাম পুলিশ লাইন হলরুমে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রমুখ।
এসময় তাদেরকে চাল,ডাল, তেল, চিনি ও সেমাই বিতরণ করা হয়। পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘আমরা ঈদ উপলক্ষে ট্রান জেন্ডার ও পিছিয়ে পরা কিছু মানুষকে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দিয়েছি। আমরা তাদেরকে এই সামান্য উপহার তুলে দিতে পেরে খুব খুশি হয়েছি।
কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৩,/রাত ১২:৫১