মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা : যশোরের শার্শায় মালয়েশিয়া প্রবাসীর বাড়ি থেকে ৮ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লক্ষ টাকা চুরি করে নিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার দিনগত রাতে শার্শার হাড়িখালী যদুনাথপুর গ্রামে। এ ব্যাপারে মালয়েশিয়া প্রবাসী ইকবাল হোসেনের স্ত্রী চায়না খাতুন (৩৮) বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।শার্শা থানায় অভিযোগে জানা গেছে, গত ১০ এপ্রিল দিনগত রাত ২ টার দিকে হাড়িখালী যদুনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইকবাল হোসেনের স্ত্রী চায়না খাতুন দেখতে পান তার ঘরের দরজা ভাঙ্গা। এ সময় ও তার ছেলে মোঃ ইকরামুল ইসলাম এর ঘরের দরজা বাহির থেকে লটকানো। তখন চায়না খাতুন বাড়ির অন্যান্য সদস্যদের ডেকে দেখেন তার ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো। এ সময় তিনি দেখেন তার ঘরের ওয়ার্ড ড্রপ ভেঙ্গে নগদ আড়াই লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ছাড়াও ৩ ভরি ওজনের স্বর্ণের কি, আটানা ওজনের একটি আংটি, স্বর্ণের চেন, কানের দুলসহ প্রায় ৮লক্ষ টাকার স্বর্ণ চুরি করেছে। দূর্বৃত্তরা আরও প্রায় ৭০ হাজার টাকার কারেন্টের মেশিনারী যন্ত্র পাতি চুরি করেছে।
যদুনাথপুর হাড়িখালি গ্রামের একাধিক ব্যাক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন গ্রামের একজন মাষ্টার এর নেতৃত্বে প্রতিনিয়ত চুরি হচ্ছে। মাষ্টার সরকারী দলের ছত্র ছায়ায় ও প্রভাবশালী হওয়াতে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহশ পাই না। যে কারনে প্রতি রাতে চুরি হচ্ছে এই গ্রামে। এখন হাড়িখালী যদুনাথপুরের গ্রামের সাধারন মানুষ চোর আতংকে রয়েছে।গ্রামের মকলেছুর রহমান জানান, গত ১ মাসে তাদের গ্রামে ৫/৭টি চুরির ঘটনা ঘটেছে। তিনি জানান,মোবাইল, বাই সাইকেলসহ বিভিন্ন সাংসারিক আসবাবপত্র চুরি হচ্ছে।চায়না খাতুনেরছেলেমোঃ ইকরামুল ইসলাম জানান,সে লন্ডনে র একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আড়াই লক্ষ টাকা বাড়িতে রেখে ছিলেন । চোর চক্র সেই টাকাটা নিয়ে গেছে।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, আমি ব্যাস্ত আছি পরে কথা বলবেন।
কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ১০:০৯