মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে বিভিন্ন সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির জন্য চারটি সেমাই ফ্যাক্টরিকে ৩৬ হাজার জরিমানা করা হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর জেলার ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন।

দিনাজপুর ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিতিত্বে আজকে হিলির খট্রামাধবপাড়া ইউনিয়নের চারটি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের বিএসটিআই কাগজসহ অনুমোদন আছে আর কিছু সেমাই কারখানার কোন প্রকার বৈধ কাগজ নেই। এমনকি তারা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করছিলো। এই জন্য সর্তকর্তামূলক ৪টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৩৪