এম সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ, (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে ১৪ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ ১ জনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জের থানা পুলিশ । রবিবার রাত্রি ৮:৩০মিনিটে থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার এস আই মোঃ আখতারুল করিম সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় ১৪ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ ১ জনকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি রংপুর জেলার গঙ্গাচরা থানাধীন বেতগাড়ি খাটারিপাড়া গ্রামস্থ মোঃ সানার মিয়ার ছেলে মোঃ ইলিয়াছ(৩৫)।
থানা সুত্রে জানা যায় , আদ্য ০২/০৪/২০২৩ খ্রিঃ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অনুমান ১৬.৩০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানাধীন ১নং জয়পুর ইউনিয়নের অর্ন্তগত ভাগলপুর বাজারের দক্ষিণ দিকে জয়পুরগামী পাকা রাস্তায় নাহিদ ডিজিটাল নামক দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী মোঃ ইলিয়াছকে ১৪ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ আটক করেন। এসআই মোঃ আখতারুল করিম গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে তার অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮ (খ)/৪১ ধারায় একটি মামলা রুজু করেন। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত অন্তে ধৃত আসামিকে সমবার বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হবে।
কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/সকাল ১০:২৫