ডেস্ক নিউজ : ঢাকা-বরিশাল মহা সড়কের পাশে উজিরপুর উপজেলার ইচলাদীর টোলপ্লাজা এলাকায় ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়েছে মানসিক ভারসাম্যহীন এক নারী (৩০)।
২৭ মার্চ সোমবার দিবাগত রাত ১১টার দিকে ওই মানসিক ভারসাম্যহীন নারী পুত্র সন্তানটি প্রসব করেন।
তাৎক্ষণিকভাবে রাতেই উজিরপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর আঁখি শেখ(৩৫) সন্তান জন্ম দেয়া মানসিক ভারসাম্যহীন মা ও নবজাতকটিকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, মা ও শিশু সন্তান দুজনেই সুস্থ আছেন।
এদিকে মানসিক ভারসাম্যহীন পাগলি নারীর পুত্র সন্তান জন্ম দেয়ার খবরে হাসপাতালে ভিড় করেন উৎসুক জনতা। একাধিক ব্যক্তি পাগলির জন্ম দেয়া পুত্র সন্তানটি নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। তবে সন্তানের বাবা কে তার পরিচয় মেলেনি।
স্থানীয়রা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন এ নারী দীর্ঘদিন ধরে উজিরপুর উপজেলার ইচলাদী ও তার আশপাশ এলাকায় রাত্রিযাপন করতো।
উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানিয়েছেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও তার মানসিক ভারসাম্যহীন (পাগলি ) মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:০১