স্পোর্টস ডেস্ক : শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত বছরের নভেম্বরে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রোমান সানা। তার আবেদনের প্রেক্ষিতে চার মাস পর শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে নেয় ফেডারেশন। জাতীয় দলের সঙ্গে অনুশীলনের অনুমতি দেওয়া হয়। সুযোগ দেওয়া হয় ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেওয়ার।
সেই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শনিবার কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলতে নামেন রোমান। টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস আর্চারি টুর্নামেন্টে ফিরেই নিজেকে চেনালেন বাংলাদেশের আর্চারির পোস্টারবয়। ছেলেদের রিকার্ভের এককে জিতলেন স্বর্ণ পদক।
ছেলেদের সোনার লড়াইয়ে ফাইনালে রোমান ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন আশিকুর রহমানকে। রোমান সর্বশেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন গত বছর মার্চে, জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে। সেবার কোয়ার্টার ফাইনালেই হেরেছিলেন রাকিব মিয়ার কাছে।
রোমানকে এভাবে ফিরতে দেখে খুশি জাতীয় দলের কোচ মার্টিন ফ্রেডরিখ, ‘আজ রোমান অসাধারণ পারফরম্যান্স করেছে। সে তো খুশি অবশ্যই। আমিও রোমানের পারফরম্যান্সে খুশি।’
রোমানকে এখনই জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে কি না, সেটা বলতে পারছেন না ফ্রেডরিখ, ‘আগামী ১৩ থেকে ১৪ এপ্রিল ট্রায়ালে রোমানকে অন্যদের সঙ্গে অংশ নিতে হবে। এই ট্রায়ালে ভালো পারফরম্যান্স করার পর ধাপে ধাপে প্রক্রিয়াগুলো মেনে ফেডারেশন তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করবে।’
রোমানের ব্যাপারে আশাবাদী কোচ, ‘যখন সে নিষেধাজ্ঞার ম্যধ্যে ছিল, তখন হতাশ হয়নি। হাল ছেড়ে দেয়নি। আমার নির্দেশনা অনুসারে নিয়মিত অনুশীলন করেছে। সেই কারণে আজ এখানে আসতে পেরেছে। আশা করি, শিগগিরই সে জাতীয় দলে খেলবে।’
কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ২:৫৬