বিনোদন ডেস্ক : কখনো নিজের ছবি পোস্ট করেছেন দেব আবার কখনো নেচারের। রুক্মিণীর সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেও দেখা গেল একই ছবি। যদিও দুজনে একসঙ্গে কোনো ছবি পোস্ট করেননি। কিন্তু দুজনের সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছে তাদের একসঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর কথা। এদিকে কদিন আগপর্যন্তও শুটিংয়ে ব্যস্ত ছিলেন দেব-রুক্মিণী। দেব ব্যস্ত ছিলেন ‘বাঘাযতীন’ ছবির শুটিংয়ে। অন্যদিকে রুক্মিণী জমিয়ে নিজের সেরা পারফরম্যান্স দিতে প্রাণপণ খেটেছেন বিনোদিনী ছবিতে।
অরুণ রায়ের ‘বাঘাযতীন’ ছবিতে ঐতিহাসিক এক চরিত্রে পর্দায় আসছেন দেব। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনের গল্পে আধারিত দেবের এই ছবি বাংলা ছবির ইতিহাসে অন্যতম সেরা একটি সম্পদ হতে চলেছে। বীর বিপ্লবীর ভূমিকায় দেবের প্রথম ঝলক পছন্দ করেছে দর্শক। শুটিং করতে গিয়ে চোখে চোটও পেয়েছেন সুপারস্টার। তবে এবার অপেক্ষা ছবি মুক্তির। নিজের সেরাটা দিয়েছেন দেব, যা একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছেন নিজেই।
টালিপাড়ার এই অফস্ক্রিন কাপলের এই দুই ছবির শুটিং-ই শেষ হয়েছে সম্প্রতি। আর তাই রিফ্রেশমেন্টের জন্য নিজেদের পছন্দের ডেসটিনেশনে গেলেন দেব-রুক্মিণী। পোস্ট করলেন ছবিও। ছবি নিয়ে আশাবাদী দুজনেই। এই দুই ছবিই প্রযোজনার দায়িত্বে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস।
কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/বিকাল ২:৩৩