আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বাথটাবে আশ্রয় নিয়ে টর্নোডোর আঘাত থেকে রক্ষা পেয়েছেন ফ্রান্সিসকো ম্যাকনাইট নামের এক ব্যক্তি। আর এভাবে বেঁচে যাওয়াকে অলৌকিক ঘটনা হিসেবেই দেখছেন তিনি। রবিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফ্রান্সিসকো জানান, শুক্রবার (২৪ মার্চ) রাতে বাতাসের যে শব্দ তিনি শুনতে পেয়েছেন, এর আগে কখনো এমন ভয়ানক শব্দ শোনেননি। জীবনে আর কখনো শুনতেও চান না।
বিবিসিকে তিনি জানান, হতবিহ্বল হয়ে পড়ে নিজের বাথরুমের বাথটাবের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আর ওইখানে যাওয়াতেই বেঁচে যান তিনি। অথচ মাত্র ৫-১০ মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে রোলিং পার্ক শহরে তার বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। টর্নেডোতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটি।
সেখানে শত শত মানুষের বাসস্থান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যত্রতত্র পড়ে আছে ধসে যাওয়া গাড়ি, ইট ও কাঁচের টুকরা। তবে রোলিং পার্ক শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও আশপাশে কিছুই হয়নি। পাশের শহরে যারা আছেন তারা জানেনও না—তাদের প্রতিবেশি শহরের বাসিন্দাদের বাড়ি-ঘর সব ধ্বংস হয়ে গেছে।
এছাড়া রোলিং পার্ক ঘিরে যেসব কৃষি জমি আছে, ওই জমিগুলোতেও টর্নেডোর কোনো ছোঁয়া লাগেনি। এমনিক বাতাসে গাছগুলোও বেঁকে যায়নি। কিন্তু টর্নেডো যেসব বাড়ির ওপর দিয়ে গেছে, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। ফলে সপ্তাহের শেষ দিন উপলক্ষে যেসব বাড়িতে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনরা একত্রিত হয়েছিলেন সেগুলো মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
প্রসঙ্গত, টর্নোডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও আলাবামা অঙ্গরাজ্য। এখন পর্যন্ত এতে প্রাণ হারিয়েছেন ২৬ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে।
কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৭