শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় সম্নীনীত ব্যক্তিগণের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ, বিশেষ সুবিধে আদায়ের লক্ষ্যে বেশেষ কৌশলে চাঁদা দাবির পপ্রতিবাদে সংবদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নেত্রকোনা জেলা শহরের নাগড়ায় আয়শা কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোহাম্মদ মাহাবুবুর রহমান পরশ, তার স্ত্রীমুছলিহা আক্তার ও মাসুদুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুছলিহা আক্তার জানান, তিনি জেলার কেন্দুয়ার রামপুরের প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট বিএম কলেজের অধ্যক্ষ, তার বড় ভাই মাসুদুর রহমান নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর কারিগরি ও বানিজ্যিক কলেজের অধ্যক্ষ, স্বামী মোহাম্মদ মাহাবুবুর রহমান পরশ ব্যবসা করেন। তাদের পরিবারের সবাই সুশিক্ষায় শিক্ষিত এবং বিভিন্ন চাকুরি ও ব্যবসা করেন।
তাদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের মো. মাহবুবুর রহমান হিমেল, বটতলা গ্রামের মো. সাজ্জাত, দক্ষিননাগড়ার মো. সাহেদ বিভিন্ন সময় বিশেষ সুবিধে আদায়ের চেষ্টা করে। তাদের চাহিদামত সুবিধে না দেওয়ায় তারা আমাদের বিরুদ্ধে “রাজস্ব কর ফাঁকি দিয়ে অবৈধ পথে শতকোটি টাকার মালিক” বিষয় শিরোনামে এবং স্পর্শকাতর অভিযোগসহ পৈত্রিক ও ব্যক্তিগত সম্পদের ফিরিস্তি তুলে ধরেন। তারা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে করেন। তাদের সাথে যোগাযোর চেষ্টা করলে তারা নিজেরা যোগাযোগ না করে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ২০ লাখ টাকা দাবি করে।
কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৫