মাটিরাঙ্গাতে ডা.পরাগ দে এর উদ্যােগে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
শনিবার, ২৫ মার্চ, ২০২৩
২৭৯
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দূর্গম পাহাড়ী ত্রলাকার ঝরে পড়া রোধে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে ড: পরাগ দে এর উদ্যোগে ৫ শিক্ষার্থীকে সাইকেল বিতরণ করা হয়েছে।শনিবার (২৪ মার্চ ২০২৩ইং)সকাল ১১টার দিকে গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশন এর আয়োজনে ডা.পরাগ দে,র সহযোগিতায় গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দূর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডা:পরাগ দে,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:তফাজ্জল হোসেন।
এসময় গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো:নুরুল হুদা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো:মুজিবুর রহমান ভূইঁয়া, গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহ-কারি প্রধান শিক্ষক মো:রফিকুল ইসলাম, গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নির্মল ত্রিপুরা সহ শিক্ষার্থী ও অভিভাবক উপন্থিত ছিলেন। গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা সাইকেল পেলেন, ৭মশ্রেণীর উম্মে হাবিবা ঋতু, ৮ম শ্রেনীর স্মৃতি আক্তার, ৮ম শ্রেনীর সামারি ত্রিপুরা, ৮ম শ্রেনীর অনিতা ত্রিপুরা, ৯ম শ্রেনীর শ্রাবনী আক্তার পিথুলা শিক্ষার্থীরা সাইকেল পেয়ে খুবই আনন্দিত এবং ডা:পরাগ দে,র প্রতি কৃতজ্ঞতা জানান।
গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী অনিতা ত্রিপুরা বলেন,প্রতিদিন দূর্গম তাকারমনি পাড়া থেকে ৪ কিলোমিটার পাহাড়ি পথ মাড়ি দিয়ে অনেক কষ্টে পায়ে হেঁটে বিদ্যালয় আসতে হতো। ছোট্র বেলায় আমার বাবা মারা যাওয়ার পরে বিধবা মা মানুষের বাড়িতে কাজ করে সংসার ও আমার লেখা-পড়ার খরচ জোড়ার করতে অনেক কষ্ট হতো আর বাই সাইকেল কিনাতো আমার জন্য স্বপ্ন ছিল মানবিক ডা:পরাগ দে আমার স্বপ্ন পূরন করাতে আমি নিয়মিত সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসতে পারবো। মানবিক চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানান এ শিক্ষার্থী গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, দূর্গম পাহাড়ী পথ অতিত্রুম করে বিদ্যালয়ে আসার জন্য দরিদ্র শিক্ষার্থীদের সাইকেল বিতরণ করার জন্য এগিয়ে এসেছেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও মানবিক চিকিৎসক ডা: পরাগ দে এমন মহতি উদ্যােগ কে স্বাগত জানাই। এতে করে শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে এসে লেখা-পড়া করতে পারবে।
বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডা:পরাগ দে বলেন,ফেসবুকে আমি একটা ভিডিও দেখছিলাম গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের দূর্গম এলাকার শিক্ষার্থীরা পাহাড়ি পথ মাড়ি দিয়ে পায়ে হেঁটে অনেক কষ্টে বিদ্যালয় আসতো। তাদের কস্টের কথা বিবেচনা করে আমি এ উদ্যোগ গ্রহণ করি আশাকরি তারা এ সাইকেল চালিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসবে। একইসাথে নিজেদের লেখাপড়া চালিয়ে যাবে জানিয়ে তিনি আরো বলেন, আগামী বছরে গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের শতাধিক অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির ঘোষণা দেন।