খাগড়াছড়ি রিজিয়নের উদ্যােগে ৪ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
১১৭
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পবিত্র মায়ে রমজান উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যােগে ৪ শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ ২০২৩ইং) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যােগে পবিত্র রমজান উপলক্ষে ৪,শতাধিক অসহায় দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
এ সময় খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো: জাহিদ হাসান সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন,পবিত্র সিয়াম সাধনার মাসে সবাই যেন রমজান পালন করতে পারে সে লক্ষে রিজিয়নের ক্ষুদ্র এ প্রয়াস।
মানবিক সহায়তার অংশ হিসেবে রোজার মাসে আমাদের আশপাশে যেসব অসহায় মানুষ রয়েছেন আমরা তাদের সহযোগিতার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।