স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের মনিরামপুর বিএনপি কার্যালয়ে মাসব্যাপী ইফতার মাহফিল আায়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দালিয় কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
প্রস্তুতিসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সন্তোষ স্বর, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, হারুন অর রশিদ, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান, আবু তালেব প্রমুখ।
কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩০