সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে উপজেলা প্রশাসনের প্রেস বিফ্রিং

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে নেত্রকোনার দুর্গাপুর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা লক্ষে এক প্রেস ব্রিফিং করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে এ প্রেসব্রিফিং করেন দুর্গাপুর উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও‘র কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘর গুলো নিয়ে বিস্তারিত আলোকপাত করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার।

ইউএনও বলেন, আগামীকাল ২২ মার্চ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলার উপকারভোগীদের মাঝে ৪৪টি ঘর হস্তান্তর করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন। অত্র উপজেলায় প্রথম পর্যায়ে ৩৫টি, ২য় পর্যায়ে ৪৫টি, ৩য় পর্যায়ে ৬৪টি ও চতুর্থ পর্যায়ে ২৫টি সহ ১৬৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit