স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আর্চারি টুর্নামেন্ট স্টেজ-১-এ সোনা জিতেছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে গড়া বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে কাজাখস্তানকে।
এ টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।
কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৫