মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ নিরাপদ জ্বালানি,ভোক্তা বান্ধব পৃথিবী” প্রতিপাদ্যের আলোকে পঞ্চগড়ের আটোয়ারীতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম।
সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। এসময় ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন, সমাজ সেবা অফিসার বিলকিস আকতার জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান সহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধিজন ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩