মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে ১৬ মার্চ আসন্ন নুরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনা শেষ হয়েছে । গতকাল ১৪ মার্চ নুরালাপুর ইউনিয়নে আনারস মার্কার চেয়ারম্যান পদ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও রাতে সাংবাদিক মাধ্যমে জনগণের কাছে ভোট ও দোয়া চেয়ে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করেছেন। খাদেমুল ইসলাম ফয়সাল সাংবাদিকদের বলেন আমি খাদেমুল ইসলাম ফয়সাল আনারস মার্কায় প্রতিদ্বন্দীতায় নির্বাচন করছি।
আপনারা ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে অনেক অপপ্রচার করছে। যেমন ভোট এক যায়গায় দিলে অন্য জায়গায় চলে যাবে, ভোট যাই হোকনা কেন রেজাল্ট ঘুরে যাবে। এমন গুজবে আপনারা কান দিবেন না। আপনারা নির্দধায় ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন এবং আগামী মার্চ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নুরালাপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হতে হলে অবশ্যই ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতো মধ্যে প্রশাসনের তৎপরতা শুরু হয়ে গেছে। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নে নির্বাচনী আমেজ লক্ষ করা যাচ্ছে ভোটারগণ উৎসাহ, উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন।
কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ১:৫৯