স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে বুধবার (১৫ মার্চ) সান্তিয়াগো বের্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। অ্যানফিল্ডে প্রথম লিগে দারুণ শুরুর পরও বড় হারের লজ্জায় পড়তে হয়েছে অলরেডদের। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও হেরে গেছে ৫-২ গোলে।
কোয়ার্টার ফাইনালে জিততে হলে ফিরতি লেগে কমপক্ষে ৪ গোলে জিততে হবে লিভারপুলকে। সেই ম্যাচের পর প্রিমিয়ার লিগে গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়ে ভয়ঙ্কর রূপে ফেরার ইঙ্গিত দিয়েছিল লিভারপুল। কিন্তু শনিবার (১১ মার্চ) বোর্নমাউথের বিপক্ষে ১-০ গোলে হেরে ফের উল্টোযাত্রা করে তারা।
তিনি বলেন, ‘আমাদের জন্য এটি বড় একটি ম্যাচ। এমন একটি ম্যাচ যেখানে আমাদের বিশেষ কিছু করতে হবে। এখন আমাদের সব মনোযোগ শুধুমাত্র রিয়াল মাদ্রিদ ম্যাচে এবং এর মানে হলো যে আমরা সেই ম্যাচের জন্য সবকিছু তুলে রাখতে পারি, এটা জেনে যে আমাদের প্রাণশক্তি ফিরে পাওয়ার জন্য হাতে কয়েকদিন আছে।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের অঙ্গীকার করে তিনি বলেন, ‘এটি সবকিছু উজাড় করে দেওয়া এবং শেষ বিন্দু দিয়ে লড়ার বিষয় এবং আমি মনে করি আমরা তাই করতে যাচ্ছি – সেটা করাটা গুরুত্বপূর্ণ।’অবশ্য রিয়ালের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান লিভারপুলের পক্ষে নেই। শেষ সাত ম্যাচের ছয়টিতেই লস ব্লাঙ্কোসদের কাছে হেরেছে তারা।
কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০০