ডেস্ক নিউজ : সোমবার (১৩ মার্চ) রাজধানীর গুলশানে জিয়া পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।মোশাররফ বলেন, মৃত্যুকূপ থেকে দেশকে রক্ষা করতে দেশবাসীকে নিয়ে গণঅভ্যুত্থান ছাড়া আওয়ামী লীগকে সরানো যাবে না। বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে হিটলারি কায়দায় বিরোধী কণ্ঠ রোধের সব ব্যবস্থা নিয়েছে।
তারা আমাদের নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ছয় শতাধিক নেতাকে গুম করেছে। র্যাবের কাস্টোডিতে রেখে নেতাকর্মীদের ক্রসফায়ার দেওয়া হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। জাতিসংঘ থেকে গুম হওয়াদের তথ্য চাইলে, সরকার তাদের বিষয়ে হাস্যস্পদ যুক্তি দিচ্ছে, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার সরকার গুম হত্যার পথ বেছে নিয়েছে।
তিনি আরও বলেন, সরকারের অবৈধ নির্দেশ পালন করতে গিয়ে র্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে। এ আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই দেশের গণতন্ত্র হত্যা করে ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশে অর্থনৈতিক সংকট তৈরি করেছে তারা; আন্তর্জাতিক মহল গত নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য মনে করে না বলেই আগামীতে তা সুষ্ঠু করার জন্য সরকারকে ছবক দিচ্ছে।
দেশের সংকট মোকাবিলা করতেই বিএনপি দশ দফা কর্মসূচি পালন করছে, জনগণের কথা বলায় জিয়া পরিবারকে ভয় পায় সরকার। এ সরকাকে হটানো ছাড়া দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না। সরকার চাপাবাজি করছে, আন্তর্জাতিকভাবে ধরা খেয়ে গেছে, দেশের মানুষের কাছে ধরা খাবেই। বাজারে গিয়ে মানুষ সরকারকে গালাগালি করে, খাদ্যপণ্য মজুত থাকলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে কেন সরকারের প্রতি বিএনপির এ নেতা প্রশ্ন রাখেন।
কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪