ডেস্ক নিউজ : সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজারে যদি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে আইন প্রয়োগের নির্দেশ দেয়া হয়েছে।’
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে মাহবুব হোসেন বলেন, ‘সব সময়ের জন্য এটি (দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার কথা) বলা আছে। রমজানে যাতে দ্রব্যমূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকে, এজন্য সরকারের বিভিন্ন পর্যায়ে তদারকি কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হচ্ছে, আমাদের এখান থেকে হচ্ছে। জেলা পর্যায় থেকেও হচ্ছে।’
তিনি বলেন, ‘গতকাল (১২ মার্চ) এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে আড়াই ঘণ্টার বেশি বৈঠক করছি। আমাদের তরফ থেকে মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদের কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।’
মাঠ প্রশাসন সচরাচর বাজার তদারকিতে যায় না, তবে সামনের রমজানে মাঠ প্রশাসন বাজার তদারকির প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রমজান এখনও শুরু হয়নি। গতকাল বৈঠকে প্রস্তুতিমূলক নির্দেশনাই আমরা দিয়েছি। বাজারে যদি একেবারে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের তরফ থেকে একটি মনিটরিং থাকবে। এর আওতায় প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে।’
সে বিষয়ে প্রত্যেক জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা খুব কঠোরভাবে বাজার তদারকি করবেন।’এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান জানিয়েছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার কমিটি বিলুপ্তির সুপারিশ করা হবে। এ বিষয়ে আলোচনা হয়েছে কি না, সে প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, ‘আজ এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।’
কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৮