মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

চকরিয়া হস্তশিল্প সমবায় সমিতির নির্বাচনে শারমিন পুনরায় সভাপতি ও এলি সম্পাদক নির্বাচিত 

এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৩৬ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় কর্মসংস্থানমুখী নারী উদ্যোক্তাদের বৃহত্তর সংগঠন চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে বর্তমান সভাপতি শারমিন জন্নাত ফেন্সি সভাপতি  ও বর্তমান সম্পাদক ইসরাত হোসাইন এলি পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ মার্চ) সকালে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন চকরিয়া  উপজেলা সমবায় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও চকরিয়া উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম। তিনি  বলেন,  শনিবার  সকাল ১০ টায় শুরু হওয়া নির্বাচনে হস্তশিল্প সমিতি  জড়িত চকরিয়ার ২৫ জন নারী উদ্যোক্তা ভোটার উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। এতে  সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির সভাপতি শারমিন জন্নাত ফেন্সি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সম্পাদক ইসরাত হোসাইন এলি। 

এছাড়া কমিটির অপর ৯টি পদের মধ্যে  আসমাউল হোসনা লাভলী সহসভাপতি , ফারজানা শিরিন জাহান কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য পদে  যথাক্রমে ইশরাৎ জাহান ঝর্ণা, শামীমা ফেরদাউসী, নাঈমুন সোলতানা মেরী, খাদিজা ইসলাম লোপা ও তাসনিয়া হোছাইন শৈলী নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর্যবেক্ষক বিশিষ্ট কলামিস্ট ও লেখক  বদরুল ইসলাম বাদল বলেন, নেতৃত্ব একটি শিল্প। যোগ্য নেতৃত্ব সমাজ কিংবা সংগঠনকে সফলতার পর্যায়ে নিয়ে যেতে পারে।

আর চকরিয়ার মতো উপশহরের উদার রক্ষণশীল সমাজে প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে নারীদের স্বাবলম্বী করার সপ্ন দেখা, অন্যান্যদের দেখানো এবং তার সফল বাস্তবায়ন একজন সৃজনশীল নেতৃত্বের পক্ষে সম্ভব। আর সেই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন নবনির্বাচিত সভাপতি  বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সংগঠক শারমিন জান্নাত ফেন্সি। আমি মনে করি,  তার এ সমমনা স্বপ্নীল নারীদের মধ্যে সৃষ্টির সুখের উল্লাস হিসেবে পরিগনিত হবে। 

সমিতির যাত্রাকালের শুরু থেকে আজ অবধি নারী উন্নয়ন, অগ্রগতি এবং স্বাবলম্বী হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে আসা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন জন্নাত ফেন্সি বলেন, “কত টাকা পূঁজি আছে তা নয় বরং একজন উদ্যোক্তার সবচেয়ে বড় মূলধন তার নতুন কিছু করতে চাওয়ার ইচ্ছে।” সফল নারী উদ্যোক্তাদের এই মন্ত্রে উজ্জীবিত হয়ে  সামনে এগিয়ে চলার বিশ্বাস নিয়েই ২০২০ সালে এই অঞ্চলের নারী উদ্যোক্তাদের নিয়ে এই সমিতি প্রতিষ্ঠা করি। পিছিয়ে পড়া নারীদের সামনের দিকে অগ্রসর করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং পূণরায় তাঁকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় সমিতির সকল সদস্যদের ধন্যবাদ জানান এই নারী উদ্যোক্তা।

এদিকে চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতির নির্বাচনে শারমিন জন্নাত ফেন্সি ও ইসরাত হোসাইন এলির নেতৃত্বে নির্বািচত সমিতির কার্যনির্বাহী সদস্যদের অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া ) আসনের সংসদ সদস্য জাফর আলম এমপি’র সহধর্মিণী বিশিষ্ট নারী উদ্যোক্তা শাহেদা জাফর ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী তানিয়া আফরিন।

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit