আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভারতের আবহওয়া বিভাগের (আইএমডি) কর্মকর্তারার জানিয়েছন, আইএমডি ১৯০১ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখছে। সেই হিসাব অনুসারে এযাৎকালের মধ্যে সর্বোচ্চ উষ্ণ মাস ছিল ফেব্রুয়ারি।
চলতি বছর ভারতের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস হতে পারে উল্লেখ করে আইএমডি বলছে, মার্চ থেকে মে মাসে উত্তর-পূর্ব ভারত, পূর্ব ও মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার উচ্চ সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী তিন মাসে মধ্য ও এর পার্শ্ববর্তী উত্তর-পশ্চিম ভারতের অনেক অঞ্চলে তীব্র দাবদাহের সম্ভাবনা রয়েছে।
কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/বিকাল ৩:০৮