মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে কুষ্টিয়া কালেক্টর চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এরপর কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জাতীয় শ্রমিকলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী দপ্তর ও পেশাজিবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার সকালেও প্রভাতফেরী করে কুষ্টিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আতিয়ার রহমানের নেতৃত্বে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছড়াও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫১