স্পোর্টস ডেস্ক : দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রান করে আউট হয়েছেন বিরাট কোহলি। টড মারফির বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরে যান তিনি। তবে সেই আউট নিয়ে আছে বিতর্ক। যে সিদ্ধান্তে সন্তুষ্ঠ না হওয়ায় মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কোহলি। ড্রেসিং রুমে যাওয়ার পর আজ আর তার মন ভালো ছিল না।
প্যাভিলিয়নে বসে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। আলোচনা হচ্ছিল তার ইনিংস এবং আউট হওয়া নিয়েই হয়তো। সে সময় অরুণ জেটলি স্টেডিয়ামের এক কর্মী কোহলির জন্য নিয়ে আসেন খাবার। তিনি কোহলিকে এসে জানান, খাবার তৈরি। স্টেডিয়ামের ওই কর্মী কোহলির নির্দেশ মতো তার জন্য নিয়ে এসেছিলেন ছোলে ভাটুরে।
ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ক্রিকেটপ্রেমীরা নানা মন্তব্য করেছেন। একটি খাবার সরবরাহকারী সংস্থাও নিজেদের প্রচারের জন্য লুফে নিয়েছে ছোলে ভাটুরের প্রতি কোহলির এই ভালবাসাকে। তারা সমাজমাধ্যমে লিখেছে, ‘যখন আপনার অর্ডার করা ছোলে ভাটুরে পৌঁছায়।’ উত্তর ভারতের অন্যতম জনপ্রিয় খাবার ছোলে ভাটুরে। কোহলির প্রিয় খাবারের মধ্যে রয়েছে এই পদ।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫