এমরায়হান চৌধুরী চকরিয়া : কক্সবাজারের চকরিয়া কোনাখালী ইউনিয়নের বটতলী ষ্টেশনে মা মাতামুহুরি জুয়েলার্স এর প্রতরণার শিকার হয়েছেন ভুক্তভোগী কয়েকশত অসহায় নারী পুরুষ। প্রতারণার শিকার শতশত নারী পুরুষ রবিবার বিকালে থানা সেন্টারস্থ চকরিয়া প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠানের মালিক রতন ধরের বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বটতলী বাজার কমিটির সাঃসম্পাদক সালা উদ্দিন জানান,মা মাতামুহুরি জুয়েলার্সে সোনা বন্ধক রেখে টাকা নেন কয়েকশত গ্রাহক,বন্ধককৃত সোনা গ্রাহকদের বুঝিয়ে না দিয়ে ঔ মহাজন গ্রাহকের কয়েক কোটি টাকা সোনা ও নগদ টাকা হাতিয়ে নিয়ে দোকান বন্ধ রেখে পালিয়ে যায়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগণ টাকা ও সোনা উদ্ধারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮