ডেস্ক নিউজ : বুধবার (৮ ফেব্রুয়ারি) নিবন্ধন শুরু হওয়ার প্রথম দিনে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায় বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত হজের জন্য নিবন্ধন করেছেন ১০১ হজযাত্রী। প্রাক-নিবন্ধন করা কয়েকজন জানান, হজ করতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল তাদের। কিন্তু এত টাকা খরচ করে হজে যাওয়ার সামর্থ নেই তাদের। তাই নিবন্ধন করেও হজে যাচ্ছেন না তারা।
আলী আকফাত জানান, শরীয়তপুর তেকে পুরানা পল্টনের একটি হজ এজেন্সিতে আসেন তিনি। এখান থেকেই হজের জন্য প্রাক-নিবন্ধন করিয়েছিলেন। কিন্তু প্যাকেজের দাম বাড়ায় যেতে পারছেন না। তাই ওমরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই কথা বলে মোয়াল্লেমরা জানান, প্রাকনিবন্ধন করিয়েছেন কিন্ত হজে যাচ্ছেন না, এমন মানুষের সংখ্যাই এখন পর্যন্ত বেশি।
এর কারণ হিসেবে তারা জানান, হজ প্যাকেজের দাম বৃদ্ধির জন্য এমনটা হচ্ছে। আবার করোনার কারণে আয় কমে যাওয়ার কারণেও অনেকে যাচ্ছেন বলে জানান তারা। দুটি হজ এজেন্সির কর্মকর্তারা জানান, প্রতি বছর হাজিদের নিয়ে যে ব্যস্ততা থাকার কথা, এ বছর তেমন কোনো সাড়া শব্দ নাই। হাজীদের মধ্যে হজ করার আগ্রহ অনেক কম উল্লেখ করে জানান, এ বছর হজের কোটা পূরণ হয় কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।
চলতি বছর কোরবানির খরচ ছাড়া হজের প্যাকেজ ধরা হয়েছে সরকারিভাবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা আর বেসরকারিভাবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এখনও পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী হজের নিবন্ধন চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২১