আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের আউয়াল মাতবরকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত মধ্যরাতে। নিহত আউয়াল মাদবর মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে আউয়াল গ্রামে ব্যবসা করতের। শনিবার রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। রাতে দুর্বৃত্তরা দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।
কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩০