বিনোদন ডেস্ক : বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। একদিন বাদেই কলকাতায় মুক্তি পাবে তার প্রথম সিনেমা ‘আরও এক পৃথিবী’। অতনু ঘোষ পরিচালিত এ সিনেমার প্রচারণায় অংশ নিতে এখন অভিনেত্রী কলকাতাতে রয়েছেন।
সেখান থেকেই জানান, সিনেমার মুক্তির দিন যত ঘনিয়ে আসছে ততই নার্ভাস লাগছে তার। তাছাড়া নিজেকে বড় পর্দায় দেখার উচ্ছ্বাস তো রয়েছেই। কলকাতা থেকে মুঠোফোনে তাসনিয়া ফারিণ বলেন, একদিন পরই সিনেমা মুক্তি, বেশ নার্ভাস লাগছে। নিজের প্রথম সিনেমা এবং নিজেকে বড় পর্দায় দেখতে পাওয়া নিয়ে তো মনে উচ্ছ্বাস কাজ করছেই। কিন্তু নার্ভাসও লাগছে। প্রথম ছবি নিয়ে যেমনটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি পেয়েছি আমি।
সিনেমা মুক্তির আগেই এরমধ্যে নতুন বেশ কিছু সিনেমার প্রস্তাবও পেয়েছেন বলে জানান তিনি। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘এখানে আসার পর তো অনেকেই নতুন সিনেমার প্রস্তাব দিয়েছেন কিন্তু যেহেতু সামনে আমার সিনেমা মুক্তি পাচ্ছে তাই এটা নিয়েই থাকতে চাই। সিনেমা মুক্তি পাওয়ার পর এগুলো নিয়ে বসবো, কথা বলবো।’
আরও এক পৃথিবী’ সিনেমায় তাসনিয়া ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বোস, সাহেব ভট্টাচার্য প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ।
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৮