এম রায়হান চৌধুরী চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন ওয়ান সেভেন ষ্টার সেন্টারের নিচ তলায় শনিবার সকালে বিশ্বস্ত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়েল ফুড বিস্কুট এন্ড বেকারি চকরিয়া শাখার শুভ উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এম এ।
আব্দুল্লাহ আল হাসানের মালিকানাধীন ওয়েল ফুড চকরিয়া শাখা উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েল ফুডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম,উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান,উপজেলা সহকারী কমিশনার(ভুমি)রাহাত উজ জামান,চকরিয়া-পেকুয়া সার্কেলের জৈষ্ঠ কর্মকর্তা মোঃ তৌফিকুল আলম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)চন্দন কুমার চক্রবর্তী,ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু,পরিচালক সৈয়দ আসিফ হাসান প্রমূখ।
আব্দুল্লাহ আল হাসান জানান,চকরিয়াবাসীকে বিশুদ্ধ ও ভাল মানের খাবার পরিবেশনের লক্ষ্য তাহার এই ক্ষুদ্র প্রয়াস,মিষ্টি ও বিভিন্ন ধরনের বেকারী জাতীয় খাবার সুলভে এখানে পাওয়া যাবে বলে তিনি জানান।
কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩০