আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের সব ভূমিই তারা নিজেদের আয়ত্তে নিতে চান। সেই ধারাবাহিকতায় ২০১৪ সালে কথিক গণভোটের মাধ্যমে নিখোঁজ হওয়া ক্রিমিয়াকেও আবার ইউক্রেনভুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি।
ডাভোসের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য হলে নিজেদের সব ভূখণ্ড দখলদার মুক্ত করা।’ জেলেনস্কি এসময় আরও বলেন, ‘ক্রিমিয়া আমাদের ভূমি। এটা আমাদের দেশের অংশ। আমাদেরকে আপনাদের অস্ত্র দিন এবং আমরা আমাদের ভূখণ্ড ফেরত আনবো।’রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে পশ্চিমাদের কাছে আরও অস্ত্র চেয়েছেন জেলেনস্কি।
সূত্র: এএফপি
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২৮