স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার মূল স্ট্রাইকার হিসেবে কাতার বিশ্বকাপে গিয়েছিলেন লাওতারো মার্টিনেজ। তবে অবিশ্বাস্য হলেও সত্য যে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও মার্টিনেজের কোনো গোল নেই। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে তার দুটি গোল বাতিল হয়েছে অফসাইডের জন্য, দুটিই ভিএআর চেক করার পরে অফসাইড হিসেবে রায় দেন রেফারি। ভিএরআরের জন্য ফুটবল খেলার মজা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন তারকা।
বিশ্বকাপ শেষে ইন্টার মিলানের হয়ে এরই মধ্যে মাঠে নেমেছেন লাওতারো, পেয়েছেন গোলও। তবে সম্প্রতি সিরি আ’তে মনজার বিপক্ষে ইন্টার মিলানের একটি গোল বাতিল করেন রেফারি। যে ফাউলের জন্য গোলটি বাতিল করা হয়েছিল, রিপ্লেতে দেখা যায় আদতে সেটি ফাউলই ছিলো না। এটি নিয়েই ক্ষোভ লাউতারোর, ‘আপনি যদি ভিএআর ঠিকমতো ব্যবহারই না করতে পারেন, তাহলে এটি রাখার কোনো মানে হয় না। আমি শুরু থেকেই এর বিপক্ষে ছিলাম, এখনো তাই। চার-পাঁচ বছর ধরে এই প্রযুক্তি ব্যবহার করার পরেও যদি ভুল হয়, তাহলে এটি বাদ দিয়ে দেওয়াই ভালো।’
লাওতারো আরো বলেন, ‘ভিএআর সব মজা এবং উত্তেজনা নষ্ট করে দেয়। আমরা জিততে পারিনি বলে নয়, আমি সবসময়ই এটি এড়িয়ে যেতে চেয়েছি। আমার মনে হয় না খুব বেশি মানুষ এই প্রযুক্তি চেয়েছিল।’
কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০