ঢাবির উদয়ন ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
১৩১
Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০১ জানুয়ারি ২০২৩ রবিবার পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসবে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং কলেজের অধ্যক্ষ মিসেস সেলিনা আক্তার উপস্থিত ছিলেন। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গড়ার লক্ষ্যে প্রায় ১ যুগ আগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তথ্য বিকৃতি রোধে এবং শিশুদের মাঝে সঠিক ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে এবং শিশুদের সুশিক্ষিত, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রীর এধরনের নানাবিধ যুগান্তকারী সিদ্ধান্তের কারণে পদ্মা সেতু ও মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ক্যাপশন: ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০১ জানুয়ারি ২০২৩ রবিবার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গনে পাঠ্যপুস্তক উৎসব দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)
ক্যাপশন: ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০১ জানুয়ারি ২০২৩ রবিবার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পাঠ্যপুস্তক উৎসব দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)