ডেস্ক নিউজ : গতকাল বিদায় নেওয়া বছরজুড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঘটেছে নানা আলোচিত-সমালোচিত ঘটনা। এসব ঘটনায় ক্যাম্পাস ছিল উত্তপ্ত। গণমাধ্যমে ফলাও করে এসেছে এসব সংবাদ। সার সংক্ষেপ জানাচ্ছেন : মোবারক আজাদ
নিয়োগ বাণিজ্যের ফোনালাপ ফাঁস
‘শিক্ষক পদে চাকরি পেতে ২০ লাখ টাকা লাগবে।
চট্টগ্রামের হলে ১৬ লাখ। তৃতীয় শ্রেণিতে চাকরি পেতে ১২ লাখ এবং চতুর্থ শ্রেণির ঝাড়ুদার ও মালির চাকরি পেতে লাগবে ৮ লাখ। এ টাকাগুলো দিয়ে ভিসি ম্যাডামকে… ও… দপ্তর ম্যানেজ করতে হয়। ’
শিক্ষক নিয়োগ বাণ্যিজ্যের এ ধরনের তিনটি ফোনালাপ ফাঁস ছিল চলতি বছরে চবির সমালোচিত ঘটনার শীর্ষে। এসব ঘটনায় একপর্যায়ে তোপের মুখে পড়ে গত ৫ মার্চ ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া উপাচার্যের ব্যক্তিগত সহকারী খালেদ মিছবাহুল (উপপরীক্ষা নিয়ন্ত্রক) ও হিসাব নিয়ামক দপ্তরের কর্মচারী মোহাম্মদ হোসেনের তিনটি ফোনালাপ ফাঁসের ঘটনায় খালেদ মিছবাহুলকে ব্যক্তিগত সহকারীর পদ থেকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ। এ ছাড়া মোহাম্মদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এরপর ৭ জুলাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ সভায় তদন্ত কমিটির সুপারিশে অডিও ফোনালাপ ফাঁসের ঘটনায় খালেদ মিসবাহুল মোকর রবীনকে পদাবনতি ও কর্মচারী আহমেদ হোসেনকে চাকরিচ্যুত করা হয়।
ছাত্রী উত্ত্যক্তের ঘটনা
১৭ জুলাই রাতে চবির এক ছাত্রী ও তাঁর বন্ধুকে শারীরিকভাবে হেনস্তা ও মোবাইল ছিনতাই করেন ছাত্রলীগের পাঁচ কর্মী। ঘটনার সত্যতা পাওয়ায় জড়িত চবির দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করে কর্তৃপক্ষ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবরোধেও বারবার এসেছে ছাত্রলীগের নাম। নানা গ্রুপে বিভক্ত ছাত্রলীগ নিজেদের মধ্যেও চলতি বছরে ১৫ বারের বেশি সংঘর্ষে লিপ্ত হয়েছে।
কমিটির পর বেড়েছে বিতর্ক
তিন বছর পর চবি শাখা ছাত্রলীগের কমিটি ৩১ জুলাই ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরই আন্দোলনের ডাক দিয়ে দুদিন ক্যাম্পাস অচল করে রেখেছিলেন পদবঞ্চিত কর্মীরা।
ভিসি ডিনকে বললেন ‘বেয়াদব চুপ, বের হয়ে যান’
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের প্রস্তুতি ও সমাবর্তন আয়োজনের পরিকল্পনা নিয়ে কথা বলতে গত ৩ নভেম্বর ডিনদের সঙ্গে নিজের দপ্তরে বসেছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এদিন কথা-পাল্টা কথা চলার সময় ক্ষুব্ধ উপাচার্য শাসাতে শুরু করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীকে। একপর্যায়ে বলে ওঠেন ‘চুপ বেয়াদব, একদম চুপ। বের হয়ে যান। ’
ভিসির বাস ভবনের ফটকে একাধিকবার অবরোধ
২০ জুলাই নিরাপদ ক্যাম্পাস ও সান্ধ্য আইন বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রীরা। এর আগে ১৫ এপ্রিল সন্ধ্যার দিকে চক্রাকার বাস চালুর দাবিতে উপাচার্যের বাস ভবনের মূল ফটক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্রী সিট নিয়ে মারামারি
দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে গত ১১ আগস্ট সিট নিয়ে কথা-কাটাকাটির জেরে শাখা ছাত্রলীগের পদধারী দুই জুনিয়র নেত্রী এক সিনিয়র নেত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
২২ দাবিতে চারুকলা শিক্ষার্থীদের অবরোধ
ক্লাস কার্যক্রম মূল ক্যাম্পাসে স্থানান্তরসহ ২২ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিউটের শিক্ষার্থীরা। তবে এখনো ক্লাস কার্যক্রম স্থানান্তরের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি প্রশাসন।
কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪৫