আন্তর্জাতিক ডেস্ক : ভ্যাটিকানের বাড়িতে মারা গেছেন সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
অসুস্থতার কারণে প্রায় এক দশক আগে পোপের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বেনেডিক্ট। ২০১৩ সালে পদত্যাগ করেছিলেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছে ভ্যাটিকান সিটি।
পোপ অ্যামিরেটাস ষোড়শ বেনেডিক্ট ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ২০০৫ সালের তিনি পোপ নির্বাচিত হন।
ষোড়শ বেনেডিক্ট ভ্যাটিকানের গত ৬০০ বছরের ইতিহাসে একমাত্র পোপ যিনি শারীরিক অসুস্থতার কারণে ক্ষমতা ছেড়েছিলেন।
কিউএনবি/ অনিমা/৩১.১২.২০২২/বিকাল ৪.৩৭