মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের নতুনপাড়া মহল্লার সোস্যাল মোটিভেশন সার্ভিসেসর নির্বাহী পরিচালক নগেন্দ্রনাথ বর্মনের ২য় স্ত্রী অনিতা বর্মন (৪০) মঙ্গলবারদুপুরে বিষ খেয়ে মর্মে এলাকায় প্রচার চালান স্বামী নগেন্দ্রনাথ বর্মন। দিনাজপুর জিয়া হান্ড ফাউন্ডশনে ভর্তি করলে রাত ১২ টায় অনিতা বর্মনের মৃত্যু হয়।
এলাকাবাসী বলেন ২৫ বছর পূর্বে নগেন্দ্রনাথ বর্মন ১ম স্ত্রী থাকা সত্বেও তার শ্যালিকা অনিতা বর্মনের সঙ্গে অবৈধ সম্পর্কের কারনে প্রথম স্ত্রী কল্পনা বর্মন ২ সন্তান রেখে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরবর্তীতে শ্যালিকা অনিতাকে বিবাহ পর সুখ শান্তিতে বসবাস করে আসছিল।
৩ বছর পূর্বে একই মহল্লার শশী দেবনাথের মেয়ে দিপ্তী দেবনাথ (২৫) তার এনজিওতে আয়া পদে চাকুরী করা কালীন সময়ে বিবাহের গুজব ছড়িয়ে পড়লে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত মারপিটের ঘটনা ঘটে আসছিল। এ কারনে তার মৃত্যুর ঘটনার সূত্রপাত বলে এলাকাবাসী মত প্রকাশ করেছেন। এ রিপোট লেখা পর্যন্ত লাশ দিনাজপুর মর্গে ময়না তদন্তের কার্যক্রম চলছিল।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৯