আন্তর্জাতিক ডেস্ক : টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, টেলিফোন আলাপে এরদোয়ান ২০১৯ সালের চুক্তির আলোকে সিরিয়ায় বাফার জোন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এরদোয়ান পুতিনের কাছে তুর্কি-সিরিয়া সীমান্তে ৩০ কিলোমিটার করিডর খোলার আহ্বান জানিয়েছেন। এছাড়া দুই নেতা খাদ্যশস্য সরবরাহ এবং তুরস্কে সম্ভাব্য আঞ্চলিক গ্যাস হাব প্রতিষ্ঠা নিয়েও কথা বলেন।
গত তিন সপ্তাহ আগে ইস্তামবুলে বিস্ফোরণ কেন্দ্র করে উত্তর সিরিয়ায় বিমান হামলা শুরু করে তুরস্ক। সেই ঘটনার পর পুতিন-এরদোয়ান এই প্রথম ফোনালাপ করলেন। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের প্রধান সমর্থক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৬