ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২১ মামলার আসামি নাদির ওরফে নাদিরাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ভোরে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাদির ও আড়াইহাজারের মো. হক আলীর ছেলে মো. রোকন আলী (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতার নাদির সিদ্ধিরগঞ্জের একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ২১টি মামলা এবং ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে স্থান পরিবর্তন করে পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাদিরা ও তার সহযোগীকে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ওসি মশিউর রহমান বলেন, আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪