বিপ্লব উদ্যানে চবি ছাত্রদল নেতা মামুনের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন
Reporter Name
Update Time :
সোমবার, ৭ নভেম্বর, ২০২২
১৪৮
Time View
প্রেস বিজ্ঞপ্তি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)এর স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ ৭ নভেম্বর (২০২২) সোমবার সকালে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন উর রশিদ মামুন ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি ইকবাল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নকিব হোসাইন চৌধুরী, সাইফুল ইসলাম সাইফুল্লাহ, মো: হিসাম উদ্দিন, মিছবাহ উদ্দীন, সাইফুল ইসলাম সায়েম, মিসবাহ উদ্দিন নাসিম, মোহাম্মদ হাসান, হারুন অর রশিদ, জহির খান, আসাদুল হাবিব, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব ওয়াহিদুর রহমান ওহিদ, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য সচিব আবু শাহাদাত মো: আদিল, কলা অনুষদের আহবায়ক ছালামত উল্লাহ সালাম, আব্দুর রব হলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য আতিকুর রহমান, মো: ইউসুফ, মোঃ সোয়াইব, মোঃ কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, মোঃ তমাল হোসেন, রাশেদ উল্লাহ, মোঃ শাহজান, আরিফুর রহমান, আব্দুল কাদের, তৌহিদ, রিদয় হোসেন ছাত্রদল নেতা মেহেদী হাসান, রাশেদুল ইসলাম, শাহাদাত হোসেন,ওমর ফারুখসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।
পুষ্প অর্পন শেষে সংক্ষিপ্ত সমাবেশে মামুন উর রশিদ মামুন বলেন, ১৯৭৫ এই দিনে সৈনিক-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকার স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটাতে ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী
শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
{ওয়াহিদুর রহমান (দপ্তরের চলতি দায়িত্বে)}
সদস্য সচিব জীববিজ্ঞান অনুষদ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
০১৫৩৩-৮৬১৭১৩
ক্যাপশন: বিপ্লব উদ্যানে মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে চবি ছাত্রদলের
শ্রদ্ধাঞ্জলি।
কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫